1. admin@dhakarhawa.com : admin :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

যার জন্য সিনেমা ছাড়তে চেয়েছিলেন লেডি সুপারস্টার নয়নতারা

বিনোদন রিপোর্ট ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার বলা হয় তাকে। তিনি নয়নতারা। ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম ডায়ানা নয়নতারা।

 

তার অভিনয় জীবনের শুরু হয়েছিল ২০০৩ সালে তেলেগু সিনেমা ‘ল্যারি’ দিয়ে। তবে তামিল চলচ্চিত্রে তার প্রথম বড় সফলতা আসে ২০০৫ সালে ‘আরিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি একের পর এক হিট সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেন। তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছে। তিনি জনপ্রিয় পরিচালক ভিগ্নেশ শিবনের সঙ্গে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তারও আগে তিনি ২০১১ সালে প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

 

সেই সম্পর্কের জন্য প্রায় চলচ্চিত্র ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানান তিনি। সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী এসব কথা জানান। তিনি বলেন, প্রভুদেবার সঙ্গে গভীর প্রেমে আসক্ত ছিলেন নয়নতারা। তার ভেতরের যে সত্ত্বা সে বারবার বলতো একটি সম্পর্ক ধরে রাখতে হলে তাকে তার পেশাগত জীবনের সঙ্গে আপস করতে হবে। এই অনুভূতি তাকে প্রায় তার সফল চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য করেছিল। তিনি বলেন, ‘আমি নিজের সঙ্গে নিজেই যেন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলাম।

 

মনে হতো যদি ভালোবাসা চাই তবে আপস করতে হবে। ভাবছিলাম, হয়তো চলচ্চিত্র ছেড়ে দিলে আমি সম্পর্কের মধ্যে বেশি সুখী এবং স্থিতিশীল হতে পারব। আবার এর বিপরীত চিন্তাও ছিল। সময়ের সাথে সাথে নয়নতারা উপলব্ধি করেন তার সিনেমার প্রতি ভালোবাসা অনেক গভীর।

 

তিনি অভিনয়ের প্রতি তার আবেগ হারাতে চান না। তিনি আরও উল্লেখ করেন, ‘একটি সম্পর্কের জন্য নিজের পরিচয় হারানো ঠিক নয়। নিজেকে সত্যিকারভাবে জানাটা গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত তাই আমি সিনেমায় থেকে গেছি। নয়নতারা হিসেবে আজ আমি সুখী।

 

নয়নতারা চলতি বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। সামনে তাকে আরও বেশ কিছু চমৎকার গল্পের সিনেমায় দেখা যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা