1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

২০০৮ সালে জাতীয় শোক দিবস পালনে ১৫ আগস্টকে জাতীয় ছুটি ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দাখিল করা আপিলের শুনানি শেষে সোমবার এই আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

 

 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র আপিল জমা দিয়েছে, তিনি বলেন। ১৯৯৬ সালে, তৎকালীন আওয়ামী লীগ (আ.লীগ) সরকার ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের কিছু সদস্যদেরকে হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস এবং সরকারী ছুটি ঘোষণা করে।

 

 

তবে, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০২ সালে জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে। ২০০৮ সালে, আ.লীগ সমর্থিত তিনজন আইনজীবী হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন এবং আদালত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে, জাতীয় শোক দিবস পালন এবং সরকারী ছুটি পুনরুদ্ধার করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আবারো ১৫ আগস্ট ও সরকারি ছুটির বিষয়ে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আপিল করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা