1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

পলাশবাড়ীর পাপিয়া হত্যা মামলার তিন আসামীকে নারায়নগঞ্জ থেকে আটক

গাইবান্ধা প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৮ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর পাপিয়া বেগম (৪৫) হত্যা মামলার তিন আসামীকে আত্মগোপনে থাকা অবস্থায় নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

শনিবার রাতে র‍্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধা ও র‍্যাব-১১ (সিপিসি-১) নারায়নগঞ্জে যৌথ অভিযানে নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার (২ জুন) সকালে র‍্যাব-১৩ (সিপিসি-৩) ক্যাম্পের অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মো. চঁান মিয়া ছেলে রাব্বি মিয়া (২৬), মো. পাপুল মিয়া (৩০) ও পাপুল মিয়ার স্ত্রী মোছা. ইসমোতারা বেগম (২৬)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের সাথে ভিকটিম পাপিয়া বেগমের জমি-জমা সংক্রান্ত বিরোধে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে আসামীরা পাপিয়াকে ঘটনাস্থলে আক্রমণ করে। এসময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, ধারালো ছোড়া, বঁাশের লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গলার নীচে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালী কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা পাপিয়াকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাপিয়ার ভাই মো. আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

ওই মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৩ (সিপিসি-৩), গাইবান্ধা ও র‍্যাব-১১ (সিপিসি-১), নারায়নগঞ্জ ছায়া তদন্ত আরম্ভ করে এবং নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার চরকাশিপুর এলাকায় শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

র‍্যাব- জানায়, গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা