স্পিনার হলেও পাওয়ার প্লেতে বোলিংটা নিয়মিতই করতে হয় শেখ মেহেদী হাসানকে।
বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। কুড়ি ওভারের ক্রিকেটে বোলারের জন্য ইনিংসের সবচেয়ে কঠিন সময় পাওয়ার প্লে। স্পিনার হলে তো কথাই নেই। এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন বাংলাদেশ দলের মেহেদী।
বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন রেড স্টোরির’ এবারের পর্বে পাওয়ার প্লেতে বোলিং নিয়ে অফ স্পিনার মেহেদী বলেন, ‘উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওখানে (পাওয়ার প্লে)। যেহেতু পাওয়ার প্লেতে টি-টোয়েন্টি ক্রিকেট, রানের খেলা। তো এখানে যত কম রানে আটকানো যায় বোলিং করে, ওই চ্যালেঞ্জটা বেশি থাকে।
উপভোগ থেকে কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে।’ তবে উপভোগ করতে পারলে দলের জন্য লাভ বলেও মনে করেন মেহেদী, ‘উপভোগটা একদমই থাকে না, ওখানে যদি উপভোগটা করতে পারি, তাহলে দলের সুবিধা বেশি হয়।
এবারের বিশ্বকাপে আরো ভালো পারফরম্যান্স করতে চান মেহেদী, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে যাওয়া। ব্যক্তিগতভাবে আমি যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে। এর থেকে ভালো, আরো ভালো পারফরম্যান্স করতে চাই।