1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

ফটোশুট করে ফের কটাক্ষের মুখে শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট ->>
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পঠিত

কলকাতার আলোচিত আলোকচিত্রী তথাগত। এই ফটগ্রাফারের মডেল হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

 

ছবিগ্যলো ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করতেই তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অবশ্য এসব কটাক্ষের কোনো জবাব দেননি শ্রাবন্তী। কেননা ছবিগুলো ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেননি। তথাগতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা ছবিগুলো নেটিজেনরা আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তারা শ্রাবন্তীকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেছেন।

 

প্রায়ই কারণে-অকারণে বিদ্রূপের শিকার হন শ্রাবন্তী। যখন এমন সমালোচনা হয়, নিজেকে সামলান কীভাবে? অভিনেত্রীর জবাব, ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনাম আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। এত লোকের তো এত কিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে, মনে হতো। কারুর কারুর স্বভাব আছে, লোকজনকে নিয়ে সমালোচনা করার।

 

এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ, আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।’ জীতু কামালের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার বিচ্ছেদের সময়। সেটা কি প্রভাবিত করেছিল? অভিনেত্রী বললেন, ‘এটা খুবই হাস্যকর। আমি জানি না আমাকে নিয়ে কেন এত লোকের সমস‌্যা। জীতুর সঙ্গে আমার সম্পর্ক, লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, যেখানে জীতুর সাবেক স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। প্রচুর খাওয়াদাওয়া করেছি।

 

যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এ রকম কোনো ব‌্যাপারই নয়। লোকে যা ভাবছে ভাবুক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা