1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

সিরাজদিখানে সৌদী প্রবাসীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চরপানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।

 

বালুচর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে বাড়ি এসেছেন। জমি-জমা নিয়ে তার সাথে প্রতিবেসীর সাথে বিরোধ চলছিল।

 

শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল। এরপর সে কেরাানিগঞ্জ আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেই। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত ছিলো।

 

দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধরণা করছি। সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যা কান্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা