হাইওয়ে পুলিশের ২০২৪ সেবা সপ্তাহ উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে নাভারন হাইওয়ে থানা পুলিশ, যশোর।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আকিজ কলেজিয়েট স্কুলের ১১শর বেশী শিক্ষার্থীর হাতে ফুল ও লোগো বিশিষ্ট ক্যাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এস আই শ্রী সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বি পি এম বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসিম খান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, যশোর সার্কেল খুলনা হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামীম আহমেদ মল্লিক, স্কুলের সকল শিক্ষক মন্ডলী, নাভারন হাইওয়ে থানার এস আই মফিজুর রহমান সহ গন্যমান্য ব্যক্তি বর্গ, প্রধান অতিথির বক্তব্য শেষে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।