স্পোর্টস ডেস্ক ->>
এক ধরনের কাশির ওষুধ খেয়েছিলেন পাপু গোমেস। সেই ওষুধই কাল হলো এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
ওই ওষুধে টারবুটেলাইন থাকায় ডোপ নেওয়ার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন তিনি। সেরি আর দল এসি মুনসা শুক্রবার গোমেসের শাস্তির খবর দিয়েছে। ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গত সেপ্টেম্বরের শেষে ফ্রি ট্রান্সফারে যোগ দেন মুনসায়।
ফিফা স্প্যানিশ এন্টি-ডোপিং কমিশনকে আলেহান্দ্র দারিও গোমেসের বিরুদ্ধে স্প্যানিশ এন্টি-ডোপিং কমিশনের প্রথম রায় সম্পর্কে অবহিত করেছে।
মুনসা তাদের বিবৃতিতে জানিয়েছে, গোমেসের নমুনায় টারবুটেলাইনের উপস্থিতি পাওয়া গেছে, এই ড্রাগ কফ জাতীয় সমস্যা নিরসনে নেওয়া হয়। আর্জেন্টাইন ফরোয়ার্ড এই ওষুধ খেয়েছিলেন গত বছর অক্টোবরে, যখন তিনি খেলতে স্পেনের শীর্ষ লিগের দল সেভিয়াতে। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য গোমেস। এই ফরোয়ার্ড আসরে খেলেন মাত্র একটি ম্যাচ।
সৌদি আরবের বিপক্ষে ওই ম্যাচটি হেরে বিশ্বকাপ শুরু করেছিল লিওনেল স্কালোনির দল।