1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ, নিহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৬৪ বার পঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ি মহালছড়ির সীমান্তবর্তী দূর্গম পক্ষিমুড়া এলাকার দূরছড়ী গ্রামে ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ২ জন ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কর্মী নিহত হয়েছে। অপর এক সদস্য আহত হয়েছে।

 

বুধবার (২৪ জানুয়ারী) সকালে সাড়ে ৭টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানিয়ারচ-মহালছড়ির সীমান্তবর্তী দূর্গম পক্ষিমুড়া এলাকার দুরছড়ি গ্রামের একটি বাড়িতে দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। এই সময় রহিন্তু চাকমা ওরফে টিপন (পোষ্ট পরিচালক) গুরুত্বর আহত হয়। ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানের একটি বাড়িতে অবস্থান করছিলো। এই সময় প্রতিপক্ষের অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা যায়।

 

তিনি আরো জানান, আহত রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। তিনি এ ঘটনার জন্য ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে দু’জন নিহত হয় বলে দাবী করেন। তিনি এই হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়ে হত্যাকা-ের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকা-ে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান. খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সেখান থেকে তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। স্থানীয়দের তথ্য মতে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতার মাধ্যমে বছরে প্রায় হাজার কোটি টাকার বিরাট অঙ্কের চাঁদাবাজি চলে আসছে দীর্ঘদিন ধরে।

 

এই চাঁদাবাজি ও এলাকা আধিপত্য ধরে রাখতে আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিনিয়তই রক্তক্ষয়ী সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তিতে দিন যাপন করছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা