1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

লঞ্চের কেবিন থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪২ বার পঠিত

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী একটি লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে দুপুরে চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয়টি জানতে পেরে চাঁদপুর নৌ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। লঞ্চে দেওয়া তথ্যে জানা গেছে, জয়নালের বাড়ি শরীয়তপুর। তিনি ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করতেন। লঞ্চের নিচতলার ১০৩ নম্বর কেবিনে তার মৃত্যু হয়। বোগদাদিয়া লঞ্চ-৭ এর মাস্টার কলিমুল্লাহ জানান, সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি দুপুর পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসার পর সব যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয় না।

 

পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া-শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি নৌ থানা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন। চাঁদপুর নৌ থানার এসআই জহির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করতেন। দোকান মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে।

 

তিনি জানিয়েছেন তার বাড়ি শরীয়তপুর। কেবিনে তিনি একা থাকায় বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোনো কারণ বলা যাচ্ছে না। লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা