1. admin@dhakarhawa.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

মঙ্গলবার রংপুরে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

 

প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সফরে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতির বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সব ধরনের প্রস্তিুত সম্পন্ন করা হচ্ছে।

 

আশা করছি বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। বিপুল লোকসমাগম হবে এ নির্বাচনী জনসভায়।

 

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনীয় সভায় বক্তব্য দিয়েছিলেন। মঙ্গলবার আবারও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা