1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

মানব পাঁচারের অভিযোগে ভারতীয় উড়োজাহাজ আটক

আন্তর্জার্তিক ডেস্ক ->>
  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

ভারতের ৩০৩ যাত্রী বহনকারী একটি উড়োজাহাজকে আটকে দিয়েছে ফ্রান্স। মানব পাঁচার হচ্ছে এমন অভিযোগে নিকারাগুয়াগামী ওই উড়োজাহাজটি আটকে দেয় দেশটি।

 

স্থানীয় লি মন্ড সংবাদপত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস নিউজ গতকাল শুক্রবার জানায়, ফ্রান্সের জাতীয় অপরাধ দমন ইউনিট জুনালকো মানব পাঁচারের বিষয়টি তদন্তে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

 

রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইন্সের এ৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়েছিল। এরপর উড়োজাহাজটি ফ্রান্সের মার্নে ডিপার্টমেন্টের ভাত্রি বিমানবন্দরে নামে।

 

বিমানবন্দরটির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পরই বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয়রা সত্যিকার অর্থে কেন নিকারাগুয়া যাচ্ছিলেন এখন সেটি তদন্ত করা হচ্ছে।

 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। তারা কেন একসঙ্গে এতজন নিকারাগুয়ায় যাচ্ছিলেন; সেটির কারণ নিরূপণের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা