1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

দুবাই থেকে আসা ফ্লাইটে ২৮০ সোনার বার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক ->>
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৪ কেজি ওজনের সোনার বার ও তরল সোনা জব্দ করেছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

 

আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদের সমন্বিত দল অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করে।

 

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে।

 

বিমানটির ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তার আগে গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালানো হয়। এসময় বিমানের ৩২ জে এবং ২১ এ,বি,সি, সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮০টি সোনার বার ও ৬টি ডিম্বাকৃতির বক্সে আনা তরল স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩৪ কেজি।

 

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘২৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৩২ কেজি ৪৮০ গ্রাম। সঙ্গে ৬ পিস ডিম্বাকৃতির বক্সে থাকা ১ কেজি ৫৯১ গ্রাম তরল সোনা উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আমরা এখন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা