1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

৩০টি দলের ২,৭৪১ জন প্রার্থী নিয়ে নির্বাচনের বাঁশি

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

সারাদেশে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০টি নিবন্ধিত দল থেকে স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র গত বৃহস্পতিবার জমা দিয়েছেন।

 

আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বিকল্পধারা বাংলাদেশের মনোনয়নপ্রত্যাশীরা তাদের ফরম জমা দেন। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোট সহ ৩৮টি সমমনা দল ও সংগঠন, নির্বাচন বর্জন করেছে। এক বিস্ময়কর ঘটনায় গত বুধবার জামিনে মুক্ত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেলে অনলাইনে নথি জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। পরে বিএনপি তাকে সকল পদ থেকে বহিষ্কার করে এবং তার প্রাথমিক সদস্যপদও বাতিল করে। সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

এদিকে, চট্টগ্রামে আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার সমর্থকদের হাতে অন্তত তিন সাংবাদিক মারধরের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্র জমা দিতে গেলে এ ঘটনা ঘটে। প্রার্থীদের পক্ষে স্লোগান দেওয়ায় দেশের বিভিন্ন এলাকায় রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে উৎফুল্ল ভিড় ছিল। বিএনপির ভোর-সন্ধ্যা হরতালের মধ্যে এটি ঘটেছে, যেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিকেলে চারটি বোমা বিস্ফোরণ ঘটে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থাকা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুর-৬ আসনে ফরম জমা দিয়েছেন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২৯৮টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ফরম জমা দিয়েছেন।

 

প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্ষমতাসীন দলের নেতাসহ তিনজন স্বতন্ত্র প্রার্থী ফরম জমা দিয়েছেন। সূত্র জানায়, বিএনপির বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা অন্য বিরোধী দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা ২৮০টিরও বেশি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বাধীন দলটির নেতারা তাদের প্রত্যাশিত আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় নির্বাচন বর্জন করেন। রওশনের অনুগত দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছয় সাবেক সংসদ সদস্যসহ মোট ৮২ জন বিএনপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা (সাবেক সংসদ সদস্য) হলেন ফরিদপুর-১ আসনে শাহ মোহাম্মদ আবু জাফর, বরগুনা-২ আসনে আবদুর রহমান, সাতক্ষীরা-৪ আসনে এইচএম গোলাম রেজা, নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী, জামালপুর-৪ আসনে মামুনুর রশিদ ও সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান শামসুল হক। দলটির মহাসচিব শাহজাহান চাঁদপুর-৪ থেকে এবং সংগীতশিল্পী ডলি সায়ন্তনী পাবনা-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ এ কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম মতিউর রহমান। তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, প্রায় ২৯০টি আসনে তাদের প্রার্থীরা কাগজপত্র জমা দিয়েছেন। তিনি সিলেট-৬ আসনে এবং দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকল্পধারা বাংলাদেশ-মনোনীত প্রার্থীরা ১৮টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী এবং লক্ষ্মীপুর-৪ আসনে আবদুল মান্নান। ৯০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থীরা। এর সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেখানে আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জোটের সদস্যদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

 

ইতিমধ্যে, ২১ জন প্রার্থী বিভিন্ন জেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ইসি তাদের অনেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা