1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করতো। এ ছাড়া মাঝে মধ্যে মির্জাপুর গার্মেন্টসে কর্মী নিয়ে যাতায়াত করতো। আজকে গার্মেন্টসকর্মীদের নামিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। পরে হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা মানুষদের ডাক দেন।

 

এরপর ফায়ার সার্ভিসে ফোন করা হলে তারা ১৫ মিনিটের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত নেই। টাঙ্গাইল দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাসটির হেলপার ভেতরেই ঘুমাচ্ছিলেন। পরে বাসে হঠাৎ আগুন দেখে তিনি বাইরে বের হয়ে লোকজন ডাকা শুরু করেন।

 

এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটা নাশকতা কিনা তা পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা