1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

‘দলীয় প্রার্থী না হতে পেরে নাশকতামূলক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পঠিত

রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষই হবে।

 

নিরপেক্ষ নির্বাচন করতে এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আর বিধিমতে দলীয় কোনো সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে। তা নাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। এছাড়াও দলীয় প্রার্থী না হতে পেরে কেউ নাশকতামূলক কাজ করলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর প্রশ্নের জবাবে ইসি বলেন, নির্বাচন কমিশন তার নিয়মতান্ত্রিক কাজ করছে।

 

এখন কোনো রাজনৈতিক দলের ইচ্ছে না থাকলে তাদের আমরা কীভাবে নির্বাচনে আনব। কেউ যদি না আসে, সেজন্য যে নির্বাচন হবে না, এমন কোনো আইনি বাধা নেই। তবে বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। আর তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইসি রাশিদা সুলতানা বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। তবে বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছেন না। বরং কমিশন মনে করছেন, বিদেশি পর্যবেক্ষকরা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।

 

তবে ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এ দায়িত্ব প্রার্থীদেরই নিতে হবে বলেও উল্লেখ করেন ইসি। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা