1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সিন্ডিকেটের থেকেও ব্যবসায়ীরা খুব শক্তিশালী: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে বললেন, সিন্ডিকেট না বলে, ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী বলা যায়। তবে সেটি ভাঙা সহজ নয়।

 

অর্থ উপদেষ্টা আরও যোগ করে বলেন, সবাইকে যদি আমরা একসঙ্গে ধরি, তাহলে দেখবেন যে বাজারে এর থেকে আরও বেশি প্রভাব পড়বে। আমরা চাই সবাই ব্যাবসা করুক। তবে চাই না অতিরিক্ত লাভ করুক। আমরা চাচ্ছি আমাদের দিক থেকে সরবরাহটা থাকুক। যাতে ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যাক যে দেশে সরবরাহ ভালো আছে।

 

তিনি বলেন, ‘আজকে আমরা সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছি। একে সয়াবিনের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যত ধরনের নিত্যপণ্য আছে চাল, ডাল, ছোলা, তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি যাতে বাজারটা আরেকটু সহনীয় থাকে। তবে একটু সময় লাগবে। কারণ এগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। লোড-আনলোডে সময় লাগে। মূলত আমাদের বাইরের ওপর নির্ভর করতে হয়।

 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু তা না। অন্যান্য দেশে কিন্তু এ রকম হয় না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কয়টা জায়গায় যেতে পারে। কিছু দিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা। ডিসিদের কমিটি গঠন করে দিয়েছি। তারা বাজারে যতখন থাকে ততক্ষণ ঠিক থাকে। চলে গেলে সেই একই অবস্থা। এজন্য ভোক্তাদের সচেতন হতে হবে। বাইরের দেশগুলো কিন্তু ভোক্তারা সচেতন। তারা অভিযোগ করে।

 

তাহলে ব্যবসায়ীদের সিন্ডিকেট কি অনেক বেশি শক্তিশালী-এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী বলা যায়। ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ব্যবসায়ী, মাঝারি, আমদানিকারক, সরবরাহকারি, এজেন্ট আছে এটা একটা কমপ্লেক্স। যেটা ভাঙা সহজ না।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা