মহান বিজয় দিবস উপলক্ষে সেবামূলক সামাজিক সংগঠন হিউম্যানিটি অব বাংলাদেশ লিবারেশন অব হিউম্যানিটি রাজধানীর রুপনগর আবাসিক এলাকার জলাশয় পরিষ্কারের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছেন ।
১৬ ডিসেম্বরের অঙ্গীকার দেশ রাখবো পরিস্কার এ শ্লোগানকে ধারণ করে সোমবার(১৬ডিসেম্বর) কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ। হিউম্যানিটি অব বাংলাদেশে এর উপদেষ্টা জাহাঙ্গীর কবির জন বলেন, সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, আমি এই এলাকার সন্তান হিসাবে তরুণদেরকে নিয়ে বিভিন্ন জলাশয় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কাজগুলো করা যায়, বিশেষ করে যে জলাশয় গুলো আছে এগুলো পরিষ্কার রাখলে যেমনি ভাবে জলাবদ্ধতা কম হবে তেমনিভাবে কমবে বায়ু দূষণও।
হিউম্যানিটি অব বাংলাদেশ সংগঠনের শুধু এরকম কার্যক্রমই না বিশেষ করে আমরা শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বন্যার সময় বন্যার্তদের পাশে দাঁড়ানো মত বিভিন্ন সেবামূলক কাজ করতে চাই।
সংগঠনের আরেক উপদেষ্টা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আজকের দিন থেকে এই ধারাবাহিকতা আমাদের চলতে থাকবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহউদ্দিন বলেন , অনেকেই অনেক রকম কাজ করে যাচ্ছেন, দেশের জন্য সমাজের জন্য আমাদের চিন্তাভাবনা হচ্ছে বাংলাদেশের বায়ু দূষণের যে পরিস্থিতি - এগুলো কোথায় থেকে উৎপত্তি হয়,সেদিকে নজর দেওয়া । তা চিহ্নিত করে দুষণ মুক্ত পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে । এছাড়া আমরা পথ শিশু,পরিত্যাক্ত মানুষসহ মানবিক বিভিন্ন সেবামূলক কাজ ও করতে চাই ।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.