1. admin@dhakarhawa.com : admin :
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সিরিজ জয়ের লক্ষে মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

টেস্ট সিরিজ হার দিয়ে শুরুর পর দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল। ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজ শুরু জয় দিয়ে।

 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হাতছানি দিচ্ছে সিরিজ জয়। এই সিরিজেই চোখ রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে লাল-সবুজের দল। কিংসটাউনে আজ বুধবার সকাল ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। ব্যাটার শামীম পাটোয়ারী বলেন, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন-শা-আল্লাহ।

 

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৪৭ রান করে। মাহেদী হাসানের ঘূর্ণিজাদুতে উইন্ডিজ শিবিরে ব্যাটিং ধসের পর রভম্যান পাওয়েল ঝড় তুলে ম্যাচ নিয়ে যাচ্ছিলেন নিজেদের দিকে। শেষ পর্যন্ত বাংলাদেশ শ্বাসরুদ্ধকর এই ম্যাচ জিতে ৭ রানে। ব্যাট হাতে এদিন ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে দারুণ অবদান রাখেন শামীম। কিংসটাউনের উইকেট নিয়ে এই ব্যাটার বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।

 

এক বছর পর দল ফিরেছেন শামীম। উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে প্রথম টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। এই ম্যাচে ১৩ বলে ৩ ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে দারুণ অবদান রাখেন এই বাঁহাতি ব্যাটার। নিজের প্রত্যাবর্তন নিয়ে শামীম বলেন, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়।

 

এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’ বাংলাদেশ মাঠে নামতে পারে জয়ী একাদশ নিয়ে। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও মাহেদী হাসান। প্রথম ম্যাচে বোলাররা দারুণ করেছেন। রান খরায় ভুগতে থাকা অধিনায়ক লিটনের জন্য সুযোগ রানে ফেরার। এ ছাড়াও টপ অর্ডারে তানজীদ হোসেন-আফিফ হোসেনরা রান পাননি প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তাদের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা