1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

পাঁচবিবি সীমান্তে বৃদ্ধার লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)। ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় শিকল বন্দী করে রাখত। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা।

 

মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ, কড়িয়া বিজিবি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা