1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

মিরপুরে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার, সোমবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যার দিকে অভিযান শেষ হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে পাঁচটি ভবনের মধ্যে দুইটি ভবনের মালিক কে সরজমিনে পাওয়ায় একজনকে ২ লাখ অন্য আরেকজনকে ১ লাখ, সর্বমোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং নকশা বহির্ভূত যে অংশগুলো ছিলো সেগুলো সাধ্যমত অপসারণ করার চেস্টা করেন, বাকিগুলো আগামী ১ মাসের মধ্যে ভবন মালিকরা অপসারণ করবে বলে মুচলেকা দিয়েছেন।

তিনি আরো বলেন ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য চেয়ারম্যানের নির্দেশনায় রাজউকের মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে সামনের দিনে এটা আরো বেগবান হবে। নতুন ভবন মালিকদের কে উদ্দেশ্য করে বলেন, ভবন করতে হলে রাজউকের নিয়ম-কানুন মেনে এবং রাজউকের প্ল্যান নিয়ে ভবন নির্মাণ করতে হবে, রাজউকের নিয়ম অমান্য করলে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

 

উচ্ছেদ অভিযানে ভবন মালিকদের সাথে কথা বলতে গেলে এই প্রতিবেদককে এ বিষয় কোন সৎ উত্তর না দিয়ে পাস কাটিয়ে এরিয়ে যান ভবন মালিকরা। স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

 

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক পরিচালক সালেহ আহমদ জাকারিয়া (জোন-৩), এবং অথরাইজড অফিসার-৩/১, জনাব শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা