সিনেমা ও ব্যবসা দুই নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মানেই হলো ভর্তি দর্শক এবং প্রযোজকদের মানিব্যাক গ্যারান্টি।
গেল ঈদে ‘তুফান’ সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন এই নায়ক। রায়হান রাফীর পরিচালনায় তার এই সিনেমা তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে, সঙ্গে ব্যবসাও করেছে দুর্দান্ত। এবার নতুন খবর হলো, তুফানের পর রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে আবারও পর্দায় আসছেন শাকিব খান।
নতুন এই সিনেমাটির নাম ‘তাণ্ডব’। গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’।
এটির পরিচালক রায়হান রাফী। তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি। জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। এখন সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।
চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়। এদিকে ‘তুফান’ মুক্তির পর এর সিক্যুয়াল আসার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তখন বলা হয়েছিল সিক্যুয়ালটি ঈদুল আজহায় আসবে। কিন্তু আপাতত সেটি আর এখন হচ্ছে না বলেই জানা গেছে। কারণ ইতিমধ্যে শাকিবের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই নায়কের ‘দরদ’ সিনেমা। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের আরেক সিনেমা ‘বরবাদ’, যেটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয়। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।