1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

অবশেষে আক্ষেপ ফুরোচ্ছে বার্সেলোনা সমর্থকদের

স্পোর্টস ডেস্ক ->>
  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

চেনা ছন্দে নেই বার্সেলোনা। দলের এই অবস্থায় স্বাভাবিকভাবেই লামিনে ইয়ামালের অভাববোধ করছেন কাতালান সমর্থকরা।

 

এবার ফুরোচ্ছে তাদের আক্ষেপের পালা। বার্সেলোনা সমর্থকদের সুখবর দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। পরের ম্যাচেই মাঠে নামছেন ইয়ামাল। লা লিগার ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা। এই ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ লাস পালমাস। ম্যাচের আগে ভক্তদের সুখবর দিয়ে সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন স্প্যানিশ উইঙ্গার। নভেম্বরের শুরুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পান ইয়ামাল। ফলে পরের তিন ম্যাচ মিস করেন তিনি।

 

রিয়াল সোসিয়েদাদ, সেল্টা ভিগো ও ব্রেস্টের বিপক্ষে খেলতে পারেননি ১৭ বছর বয়সী ফুটবলার। ইয়ামালের অনুপস্থিতিতে আক্রমণভাগ যেন ঠিকমতো ক্লিক করছিল না। লা লিগায় সবশেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। সোসিয়েদাদের বিপক্ষে হারের পর ড্র করেছে সেল্টার বিপক্ষে। তাই পালমাসের বিপক্ষে ইয়ামালের ফেরাটা খুব করে চাইছেন বার্সা কোচ। সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘‘লামিনে (ইয়ামাল) ফিরেছে, সে খেলার জন্য প্রস্তুত। আমরা দেখব শুরুর একাদশে সে থাকবে কি-না, এখনও আমরা সিদ্ধান্ত নেইনি।

 

তবে সে খেলবে।’’ লিগে ১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা