শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে গণফোরামের ৭ম কাউন্সিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেন সেখানে নিতে পারি। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয়।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, তা গভীরভাবে পর্যালোচনা করতে হবে। সাবধান থাকতে হবে। যেসব ঘটনা ঘটছে, তা কাম্য নয়। যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন। তাদের দাবি-দাওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। তাদের কোনো চালিকাশক্তি আছে বলে মনে করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বহু আগেই আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই। নির্বাচনী সংস্কার করে বাংলাদেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেন তিনি।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.