1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

লোহাগড়ায় বৃত্তি প্রদান ও গুণী শিক্ষকদের সম্মাননা

নড়াইল প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার বেলাব ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোহসূন আলী ও মোঃ রাখি বিল্লাহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শেখ কামাল হোসেন উপসচিব জন প্রশাসন মন্ত্রণালয়, আ.ন.ম আজিজুল হক অতিরিক্ত সচিব (অব.) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা, যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাফুজা নাসরিন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,লোহাগড়া পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, মাজেদা হোসেন রত্নগর্ভা মা, গুণী শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোল্যা মনিরুজ্জামান, ভাটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জায়েদুর রহমান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম প্রমুখ।

 

 

সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ তুলে দেন। এর মধ্যে উচ্চ শিক্ষায় ৫ জন প্রতিজনকে ৫ হাজার টাকা করে, কলেজ পর্যায়ে ১০ জন প্রতিজনকে ২ হাজার টাকা করে এবং স্কুল এর্যায়ে ৪০ জন প্রতিজনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ৪ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

 

এরা হচ্ছেন মুন্সী মোস্তাফিজুর রহমান, বাবু সুকুমার দাস, বাবু শ্রীবাস দত্ত ও মোঃ আতিয়ার রহমান। প্রতিজনকে ২ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা