ঢাকা মহানগর উত্তর বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে রূপনগরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭নবেম্বর) বিকালে ৩ ঘটিকায় রূপনগর থানা বিএনপির আয়োজনে সমাবেশে, সভাপতিত্ব করেন মো. জহিরুল হক, আহবায়ক রূপনগর থানা বিএনপি। রূপনগর থানার যুগ্ম আহবায়ক মো. মুজিবুল হক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর, পল্লবী, কাফরুল, ভাষানটেক, শাহআলী, দারুস সালাম ও রূপনগর থানার বিএনপির সকল নেতাকর্মি ও বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিগণ। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলবাজি ও মাদকসহ সকল প্রকার অপরাধ প্রতিহত করতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সভার প্রধান অথিতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, বিগত দিনে আওয়ামী স্বৈরাচার সন্ত্রাসীরা নিরীহ মানুষের ওপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে, লুটপাট করে দেশের টাকা বিদেশের মাটিতে সম্পাদ গড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এদের নির্মূল করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে বিএনপিতে তাদের কোন স্থান নেই। আমরা আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচন ভোটের মাধ্যেমে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল সরকার গঠন করে বাংলাদেশকে একটি উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাবো, বাংলাদেশের উন্নয়ন বিএনপির অব্যহত থাকবে।