নড়াইল জেলায় গণআধিকার পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিক মানবিক রাজনৈতিক বিভিন্ন বিষয় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিয়ার উজ্জ্বল।
সামাজিক অবস্থা,অর্থনৈতিক সচ্ছলতা ও বংশিয়মর্যাদায় গ্রহণযোগ্য একটা অবস্থাতে আছে জানা যায়। নতুন দল হিসাবে কালিয়া লোহাগড়া নড়াইল দিয়ে ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে উজ্জ্বল।
এ বিষয়ে লায়ন মোঃ নুর ইসলাম সাহেবের কাছে জানতে চাইলেন তিনি সব মন্তব্যের সত্যতা স্বীকার করেন।
উজ্জল এর কাছে জানতে চাইলে তিনি বলেন অচিরেই নড়াইল জেলা কমিটি গঠিত হবে।আমি জেলায় সম্মানজনক পদ পাবে বলে তারবিশ্বাস।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.