গত ১৮-১১-২০২৪ ইং তারিখে দৈনিক জনতার বাংলা পত্রিকার প্রথম পাতায় তিন কলামে “নন্দী পাড়া ভুমি অফিসে কে ওই হালিম?” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে প্রকাশিত হয় আমি দীর্ঘদিন যাবৎ ভুমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে দালালী সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করে আসছি এমনকি আমি নাকি মাষ্টাররুলে চাকরি করি। আবার বলা হয়েছে ভুমি অফিসারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি একজন ব্যবসায়ী আমি মাঝে মধ্যে জমি বেচা-কেনার ব্যবসা করি, তখন জমি সংক্রান্ত বিষয়ে আমার ভুমি অফিসে আসতে হয় এর বেশি নয়। কিন্তু কিছু কুচক্রী মহলের কথা মোতাবেক আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি একজন ব্যবসায়ী আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এই মিথ্য সংবাদ প্রকাশিত হয়েছে। আমি কোন গুন্ডাপান্ডা নিয়ে কোন সাংবাদিক নিয়ে কাউকে কোন প্রকার হুমকী-ধামকী প্রদান করি নাই। তাই এই মিথ্য সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
(মোঃ হালিম)
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.