1. admin@dhakarhawa.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

‘বিষ’ নিয়ে করুণ স্ট্যাটাস জয়ার

বিনোদন রিপোর্ট ->>
  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

সকালে ঘুম থেকে উঠেই সামাজিকমাধ্যমে বেদনাদায়ক পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 

‘বিষ’ নিয়ে বেদনাময় স্ট্যাটাসের সঙ্গে একটি করুণ ছবিও আপলোড করেছেন তিনি। গতকাল শনিবার সকালে জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মৃত একটি কুকুরের ছবি আপলোড করেন অভিনেত্রী। করুণ চোখে তাকিয়ে থাকা মৃত সে কুকুরের ছবিতে লেখা, বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়।

 

মানুষই পারে এই রূপ ধারণ করতে! আমার রূপ একটাই, ক্ষুধার্ত তবু বন্ধু। এ ছবির ক্যাপশনে মৃত কুকুরের কারণ ব্যাখ্যা করেছেন জয়া। আফসোস করে অভিনেত্রী লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ! এরপরই জয়া লেখেন, ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন।

 

জয়া আরও লেখেন, প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা। জয়ার এমন পোস্টে ব্যথিত করে নেটিজেন ও ভক্তদের। ‘মানুষ’ প্রসঙ্গে তারাও অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, হায়রে মানুষ! সৃষ্টির সেরা! আরেকজন লেখেন, বিচার হবে না জানি তবুও তীব্র প্রতিবাদ হউক।

 

অমানুষগুলোকে জানাতে চাই, আল্লাহ বিচার করবেই। কেহ লেখেন- যারা মেরেছে তাহাদের মৃত্যু যেন বিষ এর থেকে বেশি কষ্ট যেন হয়। প্রসঙ্গত, ব্যক্তিজীবনে প্রাণীদের ভীষণ ভালোবাসেন জয়া আহসান। বাড়িতে অসংখ্য কুকুর রয়েছে তার।

 

প্রাণী প্রেমের জন্য দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও রয়েছে অভিনেত্রীর ক্যারিয়ার ঝুলিতে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা