1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না: বিএনপি নেতা আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

গত ১৫ বছরে বিএনপির নেতা-কর্মীদের ও আমার উপরে আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন শাহ আলী থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর এমন কোনো অত্যাচার নেই যে আওয়ামী লীগ করেনি।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পথ সেই অত্যাচারীরা নিজেরাই এলাকা থেকে পালিয়ে গেছেন। এটা থেকেই বোঝা যায়, তাঁরা কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছেন মানুষের ওপর।

আনোয়ার হোসেন বলেন ১৯৯০ইং সালে আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করি এবং ২ সেপ্টেম্বর ১৯৯৫ইং তাহলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য পদ লাভ করি, তারপর থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাথে রাজনীতি করে আসতেছি। ২০০৬ সালের স্বৈরাচার হাসিনার লগি বৈঠার আন্দোলনে আমি গুরুতর আহত হই এবং দীর্ঘদিন হসপিটালে চিকিৎসাধীন ছিলাম।

তিনি আরো জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমার নামে একের পর এক মামলা হতে থাকে, এর মধ্যে বেশকিছু মামলা থেকে আমি খালাস পাই এবং বর্তমানে অনেক মামলা রায়ের অপেক্ষায় চলমান আছে, আমি যে মামলাগুলো থেকে খালাস পেয়েছি, মামলা নং- ৭২২/২০১২ইং, মামলা নং- ৫২৭/২০১১ইং, মামলা নং- ১৪-১১/২০১৩ইং, মামলা নং- ২১-১০/২০১৩ইং, মামলা নং- ২২-১০/২০১৩ইং, এবং বর্তমানেও আমার নামে যে মামলাগুলি চলমান আছে, মামলা নং- ৫৪০/২০১১ইং, মামলা নং- ৫০৯/২০১২ইং, মামলা নং- ৫২৮/২০১৩ইং, মামলা নং- ৪৩১/২০১১ইং, মামলা নং- ৪৬২/২০১২ইং, মামলা নং- ৬২৫/২০১১ইং, মামলা নং- ৩৫৫/২০১২ইং।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা