রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছেন শাহআলী থানা পুলিশ। রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের ধরতে এসব অভিযান পরিচালনা করছেন বলে জানা যায়।
বর্তমান সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় অবনতি হওয়ায়, রাজধানীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে।
এসব অপরাধীদের লাগাম টেনে ধরার জন্য পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করছেন। এবং ৫ আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। গত কয়েক মাস রাজধানীতে
ছিনতাই ডাকাতিসহ মাদক কারবারির উৎপাত বৃদ্ধি পাওয়ায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট বসিয়ে কার্যক্রম শুরু করেছে পুলিশ।
তারই ধারাবাহিকতায় ডিএমপির শাহআলী থানা পুলিশের উদ্দ্যোগে বেড়িবাঁধ সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছেন বলে সরেজমিনে দেখা যায়।
গত শনিবার ৯”নভেম্বর বিকেল ৪টার পর থেকে চেকপোস্টের কার্যক্রম শুরু করেন। সেসময়ে সড়কে যাতায়াতরত বিভিন্ন গাড়িতে অস্ত্র ও মাদকসহ কোনো অবৈধ মালামাল সরবরাহ করছে কি-না সেদিকে খেয়াল রেখেই তল্লাশি চালানো হয়।
এসময় গাড়ির ফিটনেস-সহ কাগজপত্র চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি-না যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। এসময় চেকপোস্টের কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা দেন শাহআলী থানার ওসি তদন্ত সারোয়ার আলম তিনি উপস্থিত গণমাধ্যমকে বলেন ডিএমপি কমিশনার স্যারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ অভিযান চলবে। এসময় উপস্থিত ছিলেন (এসআই) মোঃ রাজীব (এসআই) আল ইমরান(এসআই) রিপন (এএসআই) বাদল)( এএসআই নুর আলমসহ সঙ্গীও ফোর্স।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.