রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে শাহআলী পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৫টা থেকে শাহআলী এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এর নির্দেশে এস আই সুলতান মাহমুদ ও এস আই আল ইমরান এর নেতৃত্বে সনি সিনেমা হলের বিপরীতে রুপায়ন মার্কেটের সামনে নিয়মিত জোরালো চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
এস আই সুলতান মাহমুদ বলেন, ওসি (শাহআলী) মাহমুদুল হাসান স্যার পুরো বিষয়টির তদারকি করছেন। আজ (মঙ্গলবার) থেকে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ।
মূলত থানা এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।