মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৫ অক্টোবর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ শঙ্কার কথা বলেন তিনি।রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক।
এই নেতা বিএনপির প্রস্তাবিত দফা ওপর ভিত্তি করে কিছু সংযোজন বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান। এসময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান, বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীসহ অনেকে।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.