ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি'র উপজেলা সিএসও এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্পের কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সম্পাদক মো: বিপ্লব, সাবেক মহিলা কাউন্সিলর হালিমা আক্তার ডলি প্রমুখ।
মানবকল্যাণ পরিষদের আয়োজনে নেটজ্ বাংলাদেশের কারিগরী সহযোগীতায় বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এতে আরও বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর রৌওশন আরা বেগম, শিরিন সুলতানা।
সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সিএমও এর মানবাধিকারকর্মীরা রাস্তাঘাট, স্বাস্থ্যখাতে অবহেলাসহ বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। এবং সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি গঠন করা হয়।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.