বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উঠেছে মিরপুর শাহআলী থানা ছাত্রলীগ কর্মী মোঃ এহসানের উপর।
ছাত্রলীগ কর্মী থেকে হুট করেই বনে গেলেন সমন্বয়ক গত ১৯ জুলাই মিরপুর ১০ নং গোলচত্তরে যে আওয়ামী লীগের ডাকা প্রতিবাদ সভা করেন বাংলাদেশ আওয়ামী লীগ। সেখানে ছাত্রজনতার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে।
সে সময় দু’পক্ষের সংঘর্ষ গুলি বৃদ্ধ হয় ছাত্রলীগ কর্মী এহসান, এতোদিন আত্মগোপনে ছিলেন হঠাৎ করে দেশটিভি তে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়, সাক্ষাৎকারে এহসান নিজেকে ছাত্রজনতার একজন সদস্য হিসেবে দাবি করেন । নিউজ টি প্রকাশ হলে মিরপুর শাহআলী থানা বিএনপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
তারা জানান এহেসান একজন ছাত্রলীগের সক্রিয় সদস্য সে ঢাকা ১৪ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য আগা খান মিন্টুর খুব কাছের লোক ছিলেন, ক্ষমতার রদবদল হলে তিনি আবার মইনুল হোসেন খান নিখিলের সাথে যোগ দেন, তারা আরো জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যর্থনের হত্যাযজ্ঞে এই এহসান ও তার সহযোগীরা সরাসরি সম্পৃক্ত ছিলেন, আজ এতদিন পরে হঠাৎ করে তার উদয় হল এবং সে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেন। এ নিয়ে আরো বিস্তারিত জানতে আগামী পর্বে চোখ রাখুন….