রাজধানীর মিরপুর শাহআলী থানার এস আই রবিউল ইসলাম দীর্ঘদিন ধরেই শাহআলী থানায় একের পর এক অপকর্ম করেও কোন এক অজানা শক্তির কারনে বহাল তবিয়তে রয়ে গেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত প্রায় পাঁচ মাস আগে শাহআলী থানা এলাকার বিএনপি নেতা তাজু দেওয়ানের ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ান কে বিএনপির রাজনৈতিক মামলায় গ্রেফতার করেন এস আই রবিউল ও তার সঙ্গীও ফোর্স, গ্রেফতার করে থানায় এনে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রীর কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মুক্তিপণ নেওয়া হয় তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু টাকা হাতে পাওয়ার পরে ঘটনার অন্যদিকে ঘুরিয়ে গিয়াস উদ্দিনকে রাজনৈতিক মামলায় কোর্টে পরবর্তিতে জেল হাজতে পাঠানো হয়। প্রায় সাড়ে তিন মাস পরে গিয়াস উদ্দিন জেল থেকে ছাড়া পায় এবং এলাকায় না গিয়ে পুলিশের ভয়ে পালিয়ে থাকে।
গত পাঁচে আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এস আই রবিউল বিএনপি নেতা গিয়াস উদ্দিনকে মোবাইলে ফোন করে বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং তার নামে আরো মামলা হচ্ছে বলে জানায়, গিয়াসউদ্দিন ভয় পেয়ে ফোনের মাধ্যমে তার হাতে পায়ে ধরে এক পর্যায়ে এসআই রবিউল তাকে জানান এক লক্ষ টাকা পাঠান বিষয়টা আমি দেখতেছি।
বিএনপি নেতা গিয়াস উদ্দিন কোন উপায় না পেয়ে ১নং শাহআলী মার্কেটে এস আই রবিউলকে আসতে বলেন এবং সেখানে আসলে তাকে নগদ ৭০ হাজার টাকা দেন এবং আবারও তার হাতে পায়ে ধরে যেন তাকে আর হয়রানি না করা হয়।
এ নিয়ে আরো বিস্তারিত দেখতে আগামী পর্বে চোখ রাখুন….