1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত

নিজস্ব প্রতিনিধি ->>
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তাঁর শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

গত চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামি করা হয়েছে।

আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া দশটায় এমএ মান্নান কে আদালতে হাজির করলে আসামি পক্ষের হয়ে আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন প্রার্থনা করেন। অন্যতায় অসুস্থ বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম বলেন, আমরা তখন আদালত কে বলেছি এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। শুনেছি পুলিশ ও রিমান্ড চাইবে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে সকল পক্ষের শুনানি হতে পারে।

বিচারক মুহাম্মদ ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নান কে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান। বাদীপক্ষে আরও আইনজীবী ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, আমিরুল ইসলাম, মোশাহিদ আলী, মামুনুর রশিদ কয়েস প্রমুখ।

সুনামগঞ্জ-৩ আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুতে এ আসন শুন্য হলে এমএ মান্নান স্বতন্ত্র প্রার্থী হয়ে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী শাহিনুর পাশার কাছে হেরে যান। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগরে দলীয় প্রার্থী হন। সেই নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ছেলিনে। এমএ মান্নান ১ লক্ষ ৩৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছিলেন এমএ মান্নান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা