পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন শিক্ষার্থী রেদোয়ান আহমেদ, স্বাধীন ও মাশরাফী। এরা পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
গতকাল দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমীতে পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্ধারিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বসাকে কেন্দ্র করে প্রথমে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে ওই আহতের ঘটনা ঘটে।
ছাত্র আন্দোলন পিরোজপুরের অন্যতম সমন্বয়ক আসমা আরা মিতু জানিয়েছেন ৫ আগস্ট বিজয়ের পর আমাদের মধ্যে ছাত্রলীগের কিছু লোক অনুপ্রবেশ করে। সেই থেকে আমাদের মধ্যে বিভেদ শুরু হয়। ওই ছাত্রলীগই এ হামলার ঘটনা ঘটিয়েছে। আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, আন্দোলনের সময় এত লোক ছিলনা। এখন সুযোগ সন্ধানী অনেকে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রন হলে পরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে মতবিনিময়ন সভায় উপস্থিত ছিলেন আবদুল মান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি ও এস এ সাঈদ। এ ব্যাপারে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানান, ওই মতবিনিময় সভায় ছাত্রদের মধ্যে বসাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।