নাটোরের সিংড়ায় খাজুরা ইউনিয়নের একদিন তলা হতে ঢাকরবাড়ী পর্যন্ত ৪ কিলো ৭০ মিটার ও মানিকচাপড় গ্রামে ২০০ মিটার পাঁকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।
নির্মিত ৪ কিলো ৭০ মিটার এ রাস্তায় পুরাতন ইট ও বালি রাস্তার এক পাশে সরিয়ে রেখে রাতের অন্ধকারে পুনরায় ব্যাবহার করা হচ্ছে এবং ২০০ মিটার রাস্তার প্রথম ধাপে সাফবেজে রুলার ব্যাবহার না করে ডাব্লিউ বি এম এর নিন্মমানের ইট ব্যাবহার করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসারের সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার। অবিলম্বে রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে এলাকাবাসীর সূত্রে জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ২০২৩-২০২৪ অর্থ বছরে ২০০ মিটার ১৪ লক্ষ ও ৪.৭০ মিটার ১ কোটি টাকা ব্যায়ে নির্মাণের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মহির উদ্দিন।
এলাকাবাসী আরো বলেন, সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রকল্প গুলোতে নিম্মমানের নির্মান সামগ্রী ব্যাবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তা গুলো ভেঙ্গে চুড়ে যাচ্ছে সরকারি ফান্ডের কোটি কোটি টাকা যাচ্ছে জলে। কয়েক মাস যেতে না যেতেই ব্যাবহার অন উপযোগী হয়ে পড়ে এসব সড়ক।
ফলে সরকারি বরাদ্ধের অবমুল্যায়নের ফলে দূর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসী সকল জনগণের।
আর এই কাজ গুলো দেখাশোনার দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন সিংড়ার দুই উপ-সহকারী প্রকৌশলী শহিদুল আলম ও রহমত আলী তাঁরা বলেন, সাংবাদিক সাহেব আপনার সাথে ঠিকাদার প্রতিষ্ঠান কথা বলবে এই বলে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো বক্তব্য ও দেখা পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশল (এলজিইডি) আহম্মেদ রফিক বলেন, ল্যাব টেষ্টের জন্য স্যাম্পল পাঠিয়েছি রেজাল্ট না আশা পর্যন্ত কোন কিছু বলতে পারবোনা বলে বিষয়টি এড়িয়ে যান।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.