দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কে (মঙ্গলবার)২৫ জুন রাতে রানীরবন্দরে সংর্বধনার আয়োজন করে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে,এক নৈশ্য ভোজে মিলিত হন বাবু সুনীল কুমার সাহা।
উক্ত অনুষ্ঠানে তিনি বলেন গত ২৯ শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিজয় করায় আমি দলীয় নেতাকর্মী ও সুধী সমর্থকদের প্রতি চির কৃতজ্ঞ।
এছারাও তিনি বলেন উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় সকলের কাছে দোয়া ও আর্শীবাদ চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইছামতী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলু,আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায়,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভপতি রয়েল গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম, রাণীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ তফিকুল ইসলাম মিন্টু,ইছামতী ডিগ্রী কলেজ এর প্রভাষক শাহিন ইসলাম চৌধুরী, জেবি স্কুলের প্রধান শিক্ষক বাবু নন্দন কুমার রায়, শিক্ষক বাবলুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদিমুল ইসলাম,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আব্দুস ছামাদ সহ ১নং ও ২নং ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি-স্যার। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আলহাজ্ব ডা: মো: জাকির হোসেন।