প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
ঝিকরগাছায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন
যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে মাল্যদান, আলোচনা সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) বিকেলে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল শিপার, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল।অধিকারী, জেলা যুব লীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিমুল হক সালাম, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি প্রমূখ।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল
(৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.