সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আজকে ২৩ শে জুন উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্ফলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাবু সুনীল কুমার সাহা, সভাপতি চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা পরিষদ।
আব্দুল আলীম সরকার, সাধারণ সম্পাদক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ। আজিম উদ্দিন গোলাপ, সাংগঠনিক সম্পাদক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন তপন কুমার মহান্ত ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ,মোখলেছুর রহমান বাবু সাধারণ সম্পাদক ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ,তাপশ কুমার রায় লিটন সভাপতি চিরিরবন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পূর্ণিমা মহন্ত (ছবি),সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা, প্রয়াত সাবেক সফল সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ এর কনিষ্ঠ পুত্র খাইরুল ইসলাম শাহ্ সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।