নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার ছয়দিন পর তাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সোমবার (১০ জুন) তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান শাহবাজ।
মোদিকে ট্যাগ করে তিনি লিখেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।
বিবার (৯ জুন) সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে দেশ-বিদেশের অতিথি ও অভ্যাগতদের সামনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এর পরদিন তাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
মোদির সঙ্গে গতকাল শপথ নিয়েছেন তার মন্ত্রিপরিষদের ৭২ জন সদস্য, যাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন ৩০ জন, ৫ জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.