1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুললেন মাহি

বিনোদন রিপোর্ট ->>
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৬৩ বার পঠিত

গেলো কয়েক বছরে সিনেমার চেয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে আলোচনায় ছিলেন মাহিয়া মাহি।

 

বিবাহ বিচ্ছেদ, ফের বিয়ে, রাজনীতিতে যুক্ত হওয়া, সন্তানের মা হওয়া, সংসদ নির্বাচনে অংশ নেওয়া এবং সবশেষ পুনরায় বিবাহ বিচ্ছেদ; বহু ঘটনার মধ্য দিয়ে গেছেন এই নায়িকা। যার ফলে চেনা জগতে তাকে পাওয়া যায়নি সেভাবে। নির্বাচনে পরাজয়ের পরই মাহি আভাস দিয়েছিলেন, সিনেমায় ফিরবেন। তবে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। হ্যাঁ, নিজের কথা রাখছেন মাহি। যার পয়লা ঝলক মিললো গত মঙ্গলবার রাতে, তার সোশ্যাল হ্যান্ডেলে। একটি ড্যান্স কাভারের ভিডিও পোস্ট করেছেন মাহি।

 

যেখানে তিনি কোমর দুলিয়েছেন হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে। গোলাপি ও কালো রঙের পোশাকে যে মাহিকে দেখা গেলো, তাতে অবাক, বিস্মিত ভক্ত-অনুরাগীরা। কারণ এমন ফিট, আকর্ষণীয় রূপে তাকে নিকট অতীতে আর দেখা যায়নি। শুধুই কি ফিটনেস? না, গানের সঙ্গে নৃত্যের মুদ্রা থেকে মুখের ভঙ্গি; সবেতেই বুঝিয়ে দিলেন, গ্ল্যামারাস নায়িকা হিসেবে এখনও তিনি প্রথম সারিতেই অবস্থান করেন। জানা গেছে, একটি ফটোশুটে অংশ নিতে গিয়েই এমন নাচের অনুশীলন সেরে নিয়েছেন মাহি।

 

তাকে কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন আরোহী ইসলাম অণু। আর ক্যামেরায় মাহিকে ধারণ করেছেন সৈয়দ শাহেওয়ার হোসাইন। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘সে দিন শুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গিয়েছিলাম!’ তা বটে, কিন্তু অন্তর্জালে ড্যান্স কাভারটি ছেড়ে দর্শকের মনও পাগল করে দিয়েছেন মাহি। কেননা এরইমধ্যে ভিডিওটি প্রায় ভাইরাল হয়ে গেছে।

 

কেবল নায়িকার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এর ভিউ প্রায় ৪০ লাখ! ১ লাখ ১৯ হাজার রিঅ্যাকশন আর প্রায় আড়াই হাজার শেয়ার। এ ছাড়া সিনেমা ভিত্তিক বিভিন্ন পেজ-গ্রুপেও এটি নিয়ে চলছে বিপুল চর্চা। দীর্ঘ দিন পর মাহিকে এমন অবতারে পেয়ে তার ভক্তরাও যেন উচ্ছ্বাসে ভাসছে।

 

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২২ সালে, ‘যাও পাখি বলো তারে’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে তার নায়ক আদর আজাদ ও শিপন মিত্র।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা