ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
তিনি নিজের জাত চিনিয়েছেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমাতেও। সম্প্রতি কলকাতা থেকে জিতেছেন সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে ‘বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪’। অনুরাগীদের মুখে মুখে তার নাম। সম্প্রতি এক গনমাধ্যমের সামনে বলেন তার শত্রু বেশি। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের পর ইত্যাদিতে গান গেয়ে এখন তুমুল আলোচনায় তাসনিয়া ফারিণ। মুখোমুখি হয়েছিলেন দেশের একটি গণমাধ্যমে। সেখানে কথা বলেছেন অনেক বিষয় নিয়ে। আর তখনই বলেন কেন তার শত্রু বেশি। ফারিণ বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। তাইতো কখনো কোনো গড়পড়তা কাজ করিনি।
সব সময় দেখি, চরিত্র ও গল্পে কী ধরনের নতুনত্ব আছে, যা আমার জন্য নতুন। আর সেটা কীভাবে প্রভাব ফেলবে আমার ক্যারিয়ার জীবনে। তিনি আরও বলেন, চিত্রনাট্য পছন্দ না হলে কাজে না তো আমাকে করতেই হবে। আর এটাই হয় বেশি। হ্যাঁ বলার চেয়ে না-ই বেশি বলি। স্ট্রেট কাটভাবে বলি। সে কারণে আমার শত্রু বেশি। অনেকেই মন খারাপ করেন। অন্যভাবে নেন। ভুল বোঝেন। কিন্তু এটা আমি আমার ক্যারিয়ারের কথা ভেবেই করি। কিছুই করার নেই। এই অভিনেত্রী বলেন, আজ যদি আমার ক্যারিয়ার না থাকে, তখন কেউই আর আমাকে ডাকবেন না। সেজন্য নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে।
আর সেটাই আমি করছি। ‘রঙে রঙে রঙিন হব’ গানের গায়িকা ফারিণ বলেন, আজ যে আমি এখানে, তা পুরোটাই এসেছি নিজের চেষ্টায়, সম্পূর্ণ একা।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.