1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

মেহেন্দিগঞ্জে রাতের আধারে বসতঘরে চুরি

বরিশাল প্রতিনিধি ->>
  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার পঠিত

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় রাতের আধারে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

গত ২২ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুফিয়া নামের এক গৃহবধূ। তিনি অভিযোগে জানান, আমার বড় ছেলে রাকিব ঢাকায় থাকে। সে হাসপাতালে ভর্তি থাকায় আমি
গত ১২ তারিখ সেখানে যাই।

 

বাড়িতে ছিলেন শ্বশুর মোঃ জাফর আলী সিকদার (৯০)। ২২ এপ্রিল রাত অনুমান দেড় টার দিকে ঘরের মধ্যে ঘরের ভিতরে হুমায়ুন ঢোকার চেষ্টা করলে আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করি তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপরে আমাকে বলে তুই যদি বাধা দেছ তাহলে তোকে মেরে ফেলবো ।

 

তিনি ডাকচিৎকার দিলে ঘরে অবস্থান করা অজ্ঞাতনামা ব্যাক্তিরা সামনে দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর তিনি দেখতে পান বসত ঘরের শোকেসের মধ্যে থাকা ৫০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ও নগদ ৬ হাজার টাকা সহ মূল্যবান জমির দলিল উধাও হয়ে গেছে। আমাদের ধারনা অজ্ঞাতানা ব্যক্তিরা বসত ঘরের মধ্যে প্রবেশ করে মালামাল চুরি করে। পরবর্তীতে ঘটনার বিষয় আমার শ্বশুর আমাকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করে। এ বিষয়ে অভিযুক্তদের শনাক্ত ও তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

 

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, চুরির ঘটনা জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা