যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলা শহরের কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যেমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে একই এলাকার মুক্তিযোদ্ধা চত্বরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ জেলা শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়াম্যান আব্দুল হান্নান শেখ, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পরে সরকারী-বেসরকারী, আধা সরকারী স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে পুলিশ, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পঞ্চগড় অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও সমৃদ্ধি, অগ্রগতি কামণা করে বিশেষ দোয়া মোনাজাত, প্রার্থনা, হাসপাতাল, সরকারী শিশু পরিবার, কারাগার ও এতিমখানায় উন্নতমানের ইফতার ও খাবার বিতরণ, করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে প্রীতি ভলিবল ও হাডুডু ম্যাচের আয়োজন করা হয়।