1. admin@dhakarhawa.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

বেনাপোলে ২৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

যশোর প্রতিনিধি ->>
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে আশানুর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।

 

সোমবার (১৮ মার্চ) দুপুরে ছোট আঁচড়ার গ্রামস্থ বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী বেনাপোল বড় আঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন বিদেশি মদের একটি বড় চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা তিন রাস্তা নামক মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জব্দকৃত বিদেশি মদের মূল্য ৮৭ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা করেছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা