আব্দুস সোবহানের বাড়ি ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামে। গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেছেন তিনি। গাছতলায় এই পদ্ধতিতে আদা চাষ করে ফলন হয়েছে দ্বিগুণ।
আব্দুস সোবহান বলেন, গত বছর মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে তিনশত বস্তায় মাটি ভরাট করে বীজ রোপণ করি। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা ওঠাই। আড়াই মণ আদা পাই। বর্তমানে যার মূল্য ৩৬ হাজার টাকা। তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে। তিনি বলেন, সমস্ত আদা রেখে দিয়েছি। আগামীতে আরও বেশি করে চাষ করবো। বস্তায় আদা চাষে জমিও কম লাগে, খরচও কম হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। আব্দুস সোবহানকে দেখে অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। আমরা তাঁদের পরামর্শ ও উৎসাহ দিয়ে দিচ্ছি। আব্দুস সোবহানকে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সার দেওয়া হয়। অন্য কৃষকদের মধ্যে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন আরও সমৃদ্ধ হবে।