পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (৬ মার্চ) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারের আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। শালবাহান এলাকাবাসী ও সুশীলসমাজ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম সকলের সামনে তুলে ধরেন। এবং প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে জানান তারা।
বক্তারা আরো বলেন, একজন নারীকে অর্থের বিনিময়ে ভুয়া ভাবে নিয়োগ দিয়েছেন। যেটার বিষয় কেও জানানে। এবং-কি বিদ্যালয়ে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন এই প্রধান শিক্ষক।
এতে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের সদস্য আব্দুল বাসেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়ব আলী মিয়া, আওয়ামীলীগের সদস্য শফিউল আলম বুলবুল, সমাজসেবক হাবিবুর রহমান।
জানা গেছে, শালবাহান দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে নিয়োগ বোর্ড গঠন করেন৷ পরে শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালের জানুয়ারি মাসের এমপিও শীটে সহকারী শিক্ষক (শাখা) তাসরীন আকতারকে নতুন ও প্রথম এমপিও ভূক্ত করা হয়েছে। পরে ৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ে আসেন তিনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগও করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এসএম মহসীনুল রহমান। অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষিকাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিগত ২০১৫ সালে নিয়োগ প্রদান এবং তিনি ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর মাসে যোগদান করেন। তখন থেকে অদ্যাবধি ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে দেখা যায় নি। এবং বিদ্যালয়ে সংশ্লিষ্ট কারো সাথে তিনি পরিচিত ও সম্পর্কিত না।
সম্পাদক :- সম্পাদক :- নুরে জান্নাত
ঢাকার হওয়া মাল্টিমিডিয়া লিঃ
অফিস:- চৌধুরী মল (৫ম তলা) ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাতলি, ঢাকা ১২০৩।
ই-মেইল - dhakarhawa@gmail.com, cvdhakarhawa@gmail.com, ওয়েব - www.dhakarhawa.com
Copyright © 2024 ঢাকার হাওয়া. All rights reserved.